চিত্র: সংগৃহীত
কলকাতার ব্যবসাকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ‘রোটারি মিনস ফেলোশিপ’ আয়োজন করতে চলেছে ‘আরএমবি কানেক্ট ২০২৪’, যা এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করবে। এই অনুষ্ঠানটি আয়োজিত হবে ১৪ ডিসেম্বর, ‘ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট’-এ।
ব্যবসা সংক্রান্ত নতুন উপায় অন্বেষণে এবং সহযোগিতার হাত বাড়াতে সারা দেশ থেকে উদ্যোক্তা, ব্যবসায়ী এবং রোটারিয়ানদের একত্রিত করবে এই সম্মেলন। এ বছর 'ইনোভেশন দ্য ফিউচার থ্রু কোলাবোরেশন'- এই ভাবনার উপরে জোর দেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কী ভাবে শিল্প গঠন করা যায় এবং এর সুবিধা ও ঝুঁকির মধ্যের ভারসাম্য কী ভাবে বজায় রাখা যায়, সে বিষয়ে আলোচনা হবে।
আরএমবি কলকাতা চেয়ার অফ মেম্বারশিপ, মানব পাল বলেন, “এই সম্মেলনের লক্ষ্য হল কলকাতার ব্যবসাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। কলকাতার ব্যবসা এবং উদ্যোক্তাদের উদ্যোগের বিকাশের বিষয়ে কথা বলতে ৫০-এরও বেশি জাতীয় স্টেকহোল্ডার বদোদরা, পুণে, হায়দরাবাদ, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন সম্মেলনে। প্যানেল ডিসকাশনের পাশাপাশি এখানে কমেডি শো-র মতো বিনোদনও থাকছে।”
সম্মেলনের মেজাজকে হালকা রাখতে আয়োজিত স্ট্যান্ড আপ কমেডি শোয়ে অংশ নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। সম্মেলনে প্রধান অতিথির আসন হিসাবে থাকবেন আরএমবিএফ ইন্টারন্যাশনালের চেয়ার রাজমোহন। বিশেষ অতিথি আরএমবিএফ ইন্টারন্যাশনালের ভাইস চেয়ার অরবিন্দ বাত্রা, ইমিডিয়েট পাস্ট চেয়ার সচিন গুরুরাজ এবং ডিরেক্টর (এশিয়া) মহেশ সপ্তর্ষি।
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।