চিত্র: সংগৃহীত
কলকাতার ব্যবসাকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ‘রোটারি মিনস ফেলোশিপ’ আয়োজন করতে চলেছে ‘আরএমবি কানেক্ট ২০২৪’ যা, এই বছর সপ্তম বর্ষে পদার্পণ করবে। এই অনুষ্ঠানটি আয়োজিত হবে ১৪ ডিসেম্বর, ‘ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট’-এ।
এই সম্মেলনটি ব্যবসা সংক্রান্ত নতুন উপায় অন্বেষণ করতে এবং সহযোগিতার হাত বাড়াতে সারা দেশ থেকে উদ্যোক্তা, ব্যবসায়ী এবং রোটারিয়ানদের একত্রিত করবে। এই বছরে 'ইনোভেশন দা ফিউচার থ্রু কোলাবোরেশন' এই ভাবনার উপর জোর দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কী ভাবে শিল্প গঠন করা যায় এবং এর সুবিধা ও ঝুঁকির মধ্যের ভারসাম্য কী ভাবে বজায় রাখা যায় এই বিষয়ে নিয়ে আলোচনা হবে।
আরএমবি কলকাতা চেয়ার অফ মেম্বারশিপ, মানব পাল জানান, “এই সম্মেলনের লক্ষ্য হল কলকাতার ব্যবসাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। কলকাতার ব্যবসা এবং উদ্যোক্তাদের উদ্যোগের বিকাশের বিষয়ে কথা বলতে ৫০ এরও অধিক জাতীয় স্টেকহোল্ডাররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন - বদোদরা, পুণে, হায়দরাবাদ, বেঙ্গালুরু সহ অন্যান্য জায়গা থেকেও আসছেন। এখানে প্যানেল ডিসকাশনের সঙ্গে সঙ্গে কমেডি শো ও হবে।”
এই সম্মেলনের মেজাজকে হালকা রাখার জন্য কমেডি শো-এর ব্যবস্থা করা হয়েছে যেখানে বলিউডের প্রখ্যাত অভিনেতা আশীষ বিদ্যার্থী তাঁর স্ট্যান্ড-আপ অ্যাক্ট দেখাবেন। এখানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন আরএমবিএফ ইন্টারন্যাশনালের চেয়ার, রাজমোহন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আরএমবিএফ ইন্টারন্যাশনালের ভাইস চেয়ার, অরবিন্দ বাত্রা, ইমিডিয়েট পাস্ট চেয়ার, সচিন গুরুরাজ এবং ডিরেক্টর (এশিয়া), মহেশ সপ্তর্ষি।
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।