অনুষ্ঠানের পরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং এসএফআই নেতৃত্বের সঙ্গে রাধিকা ভেমুলা । নিজস্ব চিত্র।
পশ্চিমবঙ্গের ছাত্র-নেতা আনিস খান ও সুদীপ্ত গুপ্ত এবং হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক রোহিত ভেমুলা— তিন জনের মৃত্যুকেই প্রতিষ্ঠানের হত্যা বলে অভিযোগ করলেন রোহিতের মা রাধিকা ভেমুলা। আনিসের মৃত্যুর বিচারের দাবিতে এবং ছাত্র-নেতা সুদীপ্তের ‘শহিদ দিবসে’ শনিবার সিটুর রাজ্য দফতর শ্রমিক ভবনে ছাত্র সমাবেশ করে এসএফআই। সেখানে রাধিকা বলেন, “আনিস খান, সুদীপ্ত গুপ্ত এবং রোহিত ভেমুলা তিন জনেই প্রান্তিক সমাজ থেকে উঠে এসে উচ্চশিক্ষিত হয়েছিল, ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে সরব হয়েছিল এবং চালু ব্যবস্থার অন্যায়ের প্রতিবাদ করেছিল। এর বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়তে হবে।” পাশাপাশি, আনিসের দাদা সাবির খান ওই সভায় বলেন, “আমার এক ভাই মারা গিয়েছে। আজ এত জন ভাই দাঁড়িয়ে গিয়েছে। আমরা বিক্রি হব না। আপনাদের লড়াইয়ের মর্যাদা আমরা রাখব।”