Cyclone Yaas

জলের স্রোতে ভেসে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা

ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নেমে এসে এই ঘটনা ঘটেছে। শনিবার বেলা গড়তেই জলের তলায় তলিয়ে যায় নিশিন্দ্রা কাটানের রাস্তা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফরাক্কা শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৪:১১
Share:

ভেঙে গেল মুর্শিদাবাদ জেলার ফরাক্কা নিশিন্দ্রা কাটান।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝাড়খণ্ড জুড়ে প্রবল বৃষ্টিপাতের জেরে জলের স্রোতে ভেঙে গেল মুর্শিদাবাদ জেলার ফরাক্কা নিশিন্দ্রা কাটান।

Advertisement

গ্রামবাসীর অভিযোগ, ওই কাটান দীর্ঘ দিন মেরামত হয়নি। বাম, তৃণমূল—দুই আমলে কোনও কাজ হয়নি। ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নেমে এসে এই ঘটনা ঘটেছে। শনিবার বেলা গড়তেই জলের তলায় তলিয়ে যায় নিশিন্দ্রা কাটানের রাস্তা। যার জেরে বিছিন্ন হয়ে পড়ে ফরাক্কা হয়ে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তা। স্থানীয় বাসিন্দারা জানান, ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্য বোঝায় গাড়ি চলাচল করে।

গ্রামের বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘ দিন ধরেই তাঁরা একটি সেতুর দাবি জানিয়ে এসেছেন। সেতু না থাকায় প্রত্যেক বছর বর্ষায় এলাকার সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। এর জেরে বহু মানুষের রুজি রোজগারেও টান পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement