Barasat Container Fire

দু’টি বাইকে ধাক্কা মারার পরেই আগুন! বারাসতে জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে কন্টেনার

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর বাইকে ধাক্কা। তার পর জাতীয় সড়কের উপরেই জ্বলতে শুরু করল কন্টেনার! বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার বারাসতে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৬:৫১
Share:
রাস্তার মাঝখানে কন্টেনারে আগুন।

রাস্তার মাঝখানে কন্টেনারে আগুন। —নিজস্ব চিত্র।

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর বাইকে ধাক্কা। তার পর জাতীয় সড়কের উপরেই জ্বলতে শুরু করল কন্টেনার! বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার বারাসতে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। কন্টেনার চালককে ইতিমধ্যেই পুলিশ পাকড়াও করেছে। কন্টেনারটি যে দু’টি বাইকে ধাক্কা দিয়েছে, সেই দুই বাইকের চালকও জখম হয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কন্টেনারটি একটি অনলাইন ডেলিভারি সংস্থার পণ্য বহন করে। অভিযোগ, যশোর রোড ধরে দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। বিপত্তি ঘটে ডাকবাংলো মোড়ের কিছুটা আগে। সেখানে দু’টি বাইকে ধাক্কা মারে কন্টেনারটি। এর পরেও গাড়ি দাঁড় করাননি চালক। কন্টেনার নিয়ে তিনি পালানোর চেষ্টা করেন। সেই সময় কন্টেনারের তলায় একটি বাইক আটকেও গিয়েছিল। আগুনও ধরে গিয়েছিল বাইকটিতে। সেই অবস্থায় পালাতে গিয়েই কন্টেনারের পেট্রল ট্যাঙ্ক আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরেও গাড়ি থামাননি চালক। শেষমেশ ১১ নম্বর রেলগেট, কলোনি মোড় পেরিয়ে হেলাবটতলার কাছে ধরা পড়ে গাড়িটি। ধরা হয় চালককেও। তিনি আগুনে দগ্ধ হয়েছেন বলে খবর স্থানীয় সূত্রে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement