কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সিপিএমের অবরোধ। বাদু রোডে
দীর্ঘ দিন পরে ফের সিপিএমের কার্যালয় খোলা হয়েছিল উত্তর ২৪ পরগনার খড়িবাড়িতে। সে দিনই তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন প্রায় ৪০০ স্থানীয় নেতা-কর্মী। সেই কার্যালয়েই এ বার ভাঙচুরের অভিযোগ উঠল। প্রতিবাদে রবিবার মধ্যমগ্রামের বাদু রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করলেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। বারাসত-২ ব্লকে সিপিএমের দক্ষিণ ১ ও ২ এরিয়া কমিটির কার্য়ালয় বন্ধ ছিল প্রায় ১২ বছর। সেই কার্যালয় আবার খোলা হয়েছিল গত ২৮ এপ্রিল।
সিপিএমের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, শনিবার রাতে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় কার্যালয়ে। তাঁদের অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, বারাসত-২ ব্লককে ‘সন্ত্রাসমুক্ত’ করার জন্য স্থানীয় মানুষ এগিয়ে আসায় এবং তৃণমূল ছেড়ে লোকজন বেরিয়ে আসায় আক্রোশ থেকেই এই আক্রমণ। তৃণমূল অবশ্য ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতেই এ দিন এলাকায় অবরোধ হয়েছে। অভিযোগ করা হয়েছে মধ্যমগ্রাম থানায়।