দিলীপ ঘোষ। ফাইল চিত্র
পরোক্ষে নির্বাচনী প্রচার শুরু করে দিল বিজেপি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাড়ি ঘুরে লিফলেট দিয়ে এখন থেকে প্রচার করবে বিজেপি নেতারা। রবিবার বিকেলে লালবাগে ‘আত্মনির্ভরশীল ভারত’ প্রকল্পের প্রশিক্ষণে এসে জানিয়ে গেলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
এ দিন সেখানেই দিলীপ বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সমস্ত প্রকল্প আগামী ১৬ থেকে ২৬ জুন পর্যন্ত বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর লেখা চিঠি দিয়ে প্রচার করবেন আমাদের স্থানীয় নেতা-কর্মীরা।’’ তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের নিয়েও বিভিন্ন প্রকল্প নিয়ে্ছে কেন্দ্রীয় সরকার। তাঁর দাবি, ‘‘পরিযায়ী শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। রাজ্য সরকারের দ্বায়িত্ব শুধু পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে তারা কে কোন কাজের যোগ্য তা বাছাই করা। এ দিন সন্ধ্যার পর থেকে বেসরকারি ওই হোটেলের প্রেক্ষাগৃহে দক্ষিন মুর্শিদাবাদের বিজেপির নেতাদের নিয়ে দলীয় বৈঠক করেন তিনি। দলীয় বৈঠকে সামনে পুরসভা ও বিধানসভা নির্বাচনের বিষয় নিয়েই মূলত কথা হয় বলে জানা গিয়েছে। ভোটের বিষয়ে কর্মীদের চাঙ্গা করতেই নেতাদের বিভিন্ন পরামর্শ দেন তিনি। তাঁর দাবি, ‘‘পুরসভা ও বিধানসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনের মতই ফল হবে দলের।’’ এ দিন প্রথমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৈলাস বিজয় বর্গীয় ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক(সংগঠন) ডিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে রাজ্যের বেশ কয়েক জন নেতাও ছিলেন।