কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করছেন বনকর্মীরা। —নিজস্ব চিত্র।
ইয়াসের দাপটে নদী থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল কুমির। তাকে উদ্ধার করতে কুমিরে-মানুষে টানাটানি। গত শুক্রবার পাথরপ্রতিমার সেই সময়ের ভিডিয়ো এখন ভাইরাল নেটমাধ্যমে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার পুকুরের জল নামতেই ওই কুমিরটি দেখতে পান পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর আবাদের বাসিন্দারা। খবর দেওয়া হয় বনকর্মীদের। তাঁরা সেখানে এসে কুমিরটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এর পর শুরু হয় কুমিরের সঙ্গে দড়ি টানাটানি। শেষ পর্যন্ত জয় হয় বনকর্মীদেরই। কিছু ক্ষণের চেষ্টায় তাঁরা কুমিরটিকে উদ্ধার করেন। উদ্ধারকাজ দেখতে পুকুরপাড়ে ভিড় জমান অনেকেই।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া স্ত্রী কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৯ ফুট। স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, সে পুরোপুরি সুস্থ। তাকে লোথিয়ান দ্বীপ অভয়ারণ্যে ছেড়ে দিয়েছেন বনকর্মীরা।