দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপের ৩ দিক ঘিরে বটতলা, হুগলি এবং মুড়িগঙ্গা নদী। অন্য দিকে বঙ্গোপসাগর। ইয়াস আসার পর এই দ্বীপ ওলটপালট হয়ে গিয়েছে। ভিটেমাটি, জমিজিরেত, গোলাভরা ধান— সবই ভেসে গেছে নোনাজলে। নদী আর সমুদ্র ক্রমশ গিলে নিচ্ছে দ্বীপটিকে। ইয়াস আসার পর ৫ দিন কেটে গেলেও ঘোড়ামারা দ্বীপের বহু জায়গায় এখনও শুধু জল আর জল। ঘূর্ণিঝড়ের আতঙ্ক সত্ত্বেও অনেকেই ভিটেমাটি আর শেষ সম্বলটুকু আঁকড়ে পড়েছিলেন। এখনও জল না নামায়, থাকা খাওয়ার চিন্তায় ঘুম উড়েছে তাঁদের। তমিনা বিবি, সনাতন জানাদের মতো দ্বীপের বহু বাসিন্দা অগত্যা নিরুপায় হয়েই একে একে ভিটেমাটি ছাড়তে শুরু করেছেন।