ডেঙ্গির চিকিৎসা হচ্ছে না, দাবি বনগাঁর বিধায়কের

তিনি বলেন, ‘‘আমার বাগদা কেন্দ্র থেকে বহু মানুষ বনগাঁ হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। নিজে গিয়ে দেখেছি, ন্যূনতম ব্যবস্থাটুকু নেই। বিধানসভার স্পিকারের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০৩:৪০
Share:

ডেঙ্গি নিয়ে সচেতনতায় পদযাত্রা বাগদার গ্রামে

বনগাঁ হাসপাতালে ডেঙ্গির চিকিৎসা না মেলায় চূড়ান্ত দুর্ভোগে রয়েছেন স্থানীয় মানুষ। বুধবার রাজ্য বিধানসভায় এই অভিযোগ করেন বাগদার বিধায়ক দুলাল বর। অধিবেশনের উল্লেখপর্বে দুলালবাবু বলেন, ‘‘বনগাঁ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ সেখানে দলে দলে ডেঙ্গি আক্রান্ত রোগী আসছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দূরে থাক সাধারণ পরামর্শ দেওয়া হচ্ছে না।’’ পরে তিনি বলেন, ‘‘আমার বাগদা কেন্দ্র থেকে বহু মানুষ বনগাঁ হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। নিজে গিয়ে দেখেছি, ন্যূনতম ব্যবস্থাটুকু নেই। বিধানসভার স্পিকারের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement