আরাবুল-বিদায়, কলেজে রেজ্জাক

ভাঙড়ে তৃণমূলের ‘তাজা নেতা’ বলে পরিচিত ছিলেন তিনি! রাজনৈতিক ভাবে তাঁর ‘মাজা’ আরও ভেঙে দিল শাসক দলই! ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকেও সরানো হল আরাবুল ইসলামকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০২:৫১
Share:

ভাঙড়ে তৃণমূলের ‘তাজা নেতা’ বলে পরিচিত ছিলেন তিনি! রাজনৈতিক ভাবে তাঁর ‘মাজা’ আরও ভেঙে দিল শাসক দলই! ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকেও সরানো হল আরাবুল ইসলামকে। নতুন সভাপতি হলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা। ভাঙড় কলেজের এক শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত ছিলেন আরাবুল! তবে আরাবুলকে ভোটে টিকিট না দিয়েই তাঁর ডানা ছাঁটা শুরু করেছিলেন নেত্রী। সেই বৃত্তই সম্পূর্ণ হয়েছে শুক্রবার। এ দিন কলেজের এনসিসি ক্যাডেটরা ‘গার্ড অব অনার’ দেন রেজ্জাককে। রেজ্জাক বলেন, ‘‘দলের সিদ্ধান্ত। তবে কলেজে শৃঙ্খলা কায়েমের উপরে নজর দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement