কলকাতা হাই কোর্টের পর এ বার সুপ্রিম কোর্টেও স্বস্তিতে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা হাই কোর্টের পর এ বার সুপ্রিম কোর্টেও স্বস্তিতে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে ওঠা মামলা হাই কোর্টেই ফিরিয়ে দিল শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।
শুভেন্দুর বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় প্রথমে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, বিরোধী দলনেতাকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না এখনই। নতুন এফআইআর হলেও জানাতে হবে শুভেন্দুকে। দায়ের হওয়া মামলাগুলির মধ্যে শুভেন্দুর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলাও ছিল।
একক বেঞ্চের ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও গিয়েছিল রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চও একক বেঞ্চের রায় বহাল রেখে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল। সেই রায়কেও চ্যালেঞ্জ জানিয়ে এর পর শীর্ষ আদালতে যায় রাজ্য।
সোমবার ওই মামলায় হাই কোর্টের রায়কেই আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা জানান, উচ্চ আদালতের রায়ের উপর এখনই তাঁরা কোনও হস্তক্ষেপ করবেন না।