Congress

নেতাজি নগরে ‘মুক্ত’ কার্যালয়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ০৮:৫৭
Share:

‘মুক্ত’ হল বাস্তুহারা সমিতির দফতর। নিজস্ব চিত্র।

নেতাজি নগরে ৪৮ ঘণ্টার মধ্যেই ‘মুক্ত’ হল বাস্তুহারা সমিতির দফতর। পুরভোটের ফলপ্রকাশের দিন ৯৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ের পরেই ওই দফতর দখল করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের সদ্য জয়ী কাউন্সিলর অরূপ চক্রবর্তীর পাশে সে দিন ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বুধবার ভর্ৎসনার সুরে বলেছিলেন ‘‘কাজটা ঠিক হয়নি।’’ এলাকার মানুষকে নিয়ে গণ-জমায়েত করে বৃহস্পতিবার তালা ভেঙে দফতর ফের নিজেদের হাতে নেন বাস্তুহারা সমিতির সদস্যেরা। প্রতিবাদ মিছিলও হয়, ছিলেন সিপিএমের সদ্যপ্রাক্তন কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী। এলাকায় এসএফআই, ডিওয়াইএফআই কার্যালয়ও ‘দখলমুক্ত’ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement