Nabanna

Nabanna: ৫০ দিনে রেকর্ড মিউটেশন হয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন

১ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ২০.২৮ লক্ষ মিউটেশন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২০:০৫
Share:

মিউটেশনে রেকর্ড গড়েছে সরকার, জানাল নবান্ন। ফাইল চিত্র।

৫০ দিনে রেকর্ড সংখ্যক জমির মিউটেশন হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে দাবি করল নবান্ন। সোমবার নবান্ন থেকে ভুমি ও ভুমি রাজস্ব দফতর এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ২০. ২৮ লক্ষ মিউটেশন করা হয়েছে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার মিউটেশন সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে সর্বাধিক ৬.১৩ লক্ষ মিউটেশন কেস সমাধান করা গিয়েছিল।

Advertisement

এই সাফল্যের কারণ প্রসঙ্গে জানানো হয়েছে, ব্লক স্তর ছাড়াও জেলা ও মহকুমা স্তরে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে সমাধান করা হয়েছে। একই ধরনের অভিযোগের শুনানি একসঙ্গে করা হয়েছিল, যাতে সাধারণ মানুষকে বারবার শিবিরে এসে হয়রানির শিকার না হতে হয়। সব অভিযোগকে চিহ্নিত করায় দ্রুত সমস্যাগুলির নিষ্পত্তি করার কারণেই এত বেশি সংখ্যায় মিউটেশন করা গিয়েছে বলেই দাবি করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই কাজ সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তির শুরুতেই দাবি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement