বিশ্বনাথ পারিয়াল— নিজস্ব চিত্র।
বিধায়কের অভিযোগ, তাঁকে কোনও কাজই দিচ্ছে না দল। আর তিনি নিজে কোনও কাজ করতে গেলেই তাঁকে ‘পিছন থেকে টেনে ধরা হচ্ছে’।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র বিশ্বনাথ পারিয়াল শনিবার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, ‘‘আমাকে কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। কোনও কাজ করতে গেলেই পিছন থেকে টেনে ধরা হচ্ছে। এর ফলে আখেরে ক্ষতি হবে তৃণমূলের।’’
২০১৬ সালের বিধানসভা ভোটে বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছিলেন বিশ্বনাথ। পরে যোগ দেন তৃণমূলে। তাঁর এই মন্তব্যে তৃণমূল কিছুটা অস্বস্তিতে পড়ল বলেই মনে করছেন জেলার রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
আরও পড়ুন: পিকে-র বিরুদ্ধে ক্ষোভ, শীলভদ্র দত্তের দেখা পেলেন না জ্যোতিপ্রিয় মল্লিক
বিশ্বনাথের ক্ষোভ প্রসঙ্গে শনিবার জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘এর আগেও ওঁর (বিশ্বনাথ) বাড়িতে গিয়ে আলোচনা করে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। প্রয়োজন হলে আবার ওঁর সঙ্গে দেখা করে যা সমস্যা হচ্ছে, তার সমাধান করে সংগঠনকে মজবুত করার চেষ্টা করব।’’ জিতেন্দ্র জানান, বিশ্বনাথকে সঙ্গে নিয়েই জেলায় তৃণমূল সংগঠনকে মজবুত করার চেষ্টা চালাবেন তিনি।
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতিতে কেটেছে, করোনা নিয়ে মুখ খুলছে উহান