তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদানের দিন দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ সোনালি গুহর। —ফাইল চিত্র।
বিজেপি ছাড়ার কারণ নিয়ে বিস্ফোরক সোনালি। তাঁর মন্তব্য, ‘‘আমাকে বলা হয়েছিল, দিদির ব্যক্তিগত চরিত্র সম্পর্কে যা জানো তা প্রকাশ্যে বলতে হবে। এক কথায় প্রকাশ্যে দিদির বিরুদ্ধে কুৎসা করতে হবে। যা আমার পক্ষে সম্ভব ছিল না।’’
শনিবার সোনালি বলেন, ‘‘আমি দিদির কোনও খারাপ দিক জানিই না। আর আমি বিজেপি-তে কখনই স্বচ্ছন্দ ছিলাম না। তাই টুইট করে তৃণমূলের ফিরতে চেয়ে দিদির কাছে আবেদন করেছি।’’ তাঁর মন্তব্য, ‘‘বিজেপি-তে যোগ দেওয়ার পর মুকুল’দা বললেন, কী চাস? আমি টিকিট চাইনি, পয়সাও চাইনি।’’ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের সোনালির বক্তব্য, ‘‘আমি মমতাদির নম্বর জানি না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না। তেমনই আমার প্রত্যেক শ্বাসে মমতা।’’
গত মার্চ মাসের শুরুতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেষ বার পোস্ট করেছিলেন সোনালি। তখনও তিনি তৃণমূলেই। তখনও দলের লাইন মেনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন। কিন্তু ভোটে তৃণমূলের টিকিট না পেতেই সেই সোনালি যোগ দেন বিজেপি-তে। আবার রাজ্যে বিপুল ক্ষমতা নিয়ে তৃণমূল তৃতীয় বারের জন্য ফিরে আসতেই উলটপুরাণ।