গ্রাফিক— শৌভিক দেবনাথ।
শর্ট সার্কিট থেকে টিভি ফেটে বাড়িতে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক বাড়িতে। রামপুরহাট-কাণ্ড নিয়ে এমনই প্রতিক্রিয়া বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের। বললেন, ‘‘আমি সকালে খবর পেয়েছি। একটি বাড়িতেই সাত জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ তদন্ত করে দেখুক।’’
সোমবার রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার পর বগটুই গ্রামে তাণ্ডব চলে। আগুন লাগানো হয় একাধিক বাড়িতে। অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে অন্তত ১০টি ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে দমকল। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘‘তিন, চারটি বাড়িতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে দমকল গিয়ে আগুন নেভানো শুরু করে। পুলিশ পিকেটিং ছিল। টিভি ফেটে গিয়ে আগুন লাগে। পুলিশ তদন্ত করছে।’’ সোমবারের খুনের ঘটনার সঙ্গে এর যোগ থাকতে পারে বলে মনে করছেন তিনি। বলেন, ‘‘শর্ট সার্কিট থেকে টিভি ফেটে যায়। সেই থেকেই বাড়িতে আগুন ধরে যায়। আমি সকাল ৮টায় খবর পেয়েছি, একটি বাড়িতেই সাত জন ছিল। শর্ট সার্কিট হয়েছে কি না আগে দেখে নিক। কারণ টিভি ফেটেছে এটা বলা হচ্ছে।’’
এ দিকে রামপুরহাটের উদ্দেশে হেলিকপ্টারে রওনা দিয়েছেন বীরভূমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ও আশিস বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি। যাচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও।