শিবরাজ সিং চৌহান।
আজ, বুধবার পশ্চিম মেদিনীপুরে আসছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গেরুয়া শিবিরের আশঙ্কা ছিল, শিবরাজের জনসভার অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা করবে প্রশাসন। অবশ্য তা হয়নি। জনসভার অনুমতি মিলেছে। ফলে, স্বস্তিতে বিজেপি। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাশ মানছেন, ‘‘বুধবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আসছেন। অনুমতি মিলেছে।’’
গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় জনসভা করতে গিয়ে বাধা পেয়েছে বিজেপি। সভাস্থল থেকে অনুমতি দেওয়া নিয়ে বিস্তর টালবাহানা চলেছে। কখনও মাঠ পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে, কখনও হেলিকপ্টার নামার জায়গা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আজ, বুধবার খড়্গপুর গ্রামীণের মাতকাতপুরের মাঠে জনসভা করবেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগে ঠিক ছিল, বুধবার মাতকাতপুরে সভা করবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরে সূচি বদল হয়। ঠিক হয়, ধর্মেন্দ্র নন, আসবেন শিবরাজ। প্রস্তুতি দেখতে মঙ্গলবার মাতকাতপুরের সভাস্থল পরিদর্শন করেছেন বিজেপির জেলা নেতৃত্ব।
সোমবারই বিজেপিতে যোগ দিয়েছেন জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। কবে ভারতী পশ্চিম মেদিনীপুরে আসবেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। খোদ গেরুয়া শিবিরেও এই জল্পনা রয়েছে। বুধবারের জনসভায় কি ভারতী ঘোষকে দেখতে পাওয়া যেতে পারে? বিজেপির জেলা সভাপতি শমিত দাশের দাবি, ‘‘জনসভায় ভারতী ঘোষের থাকার কথা নেই। অন্তত আমার কাছে এমন খবর আসেনি।’’ কবে আসবেন? শমিতের জবাব, ‘‘এলে জানতে পারবেন।’’