Lok Sabha Election 2024

৮ নয়, মোদী বারাসতে সভা করতে আসছেন ৬ মার্চেই, সভার তারিখ ভুল লিখেছিল আনন্দবাজার অনলাইন

মার্চ মাসের প্রথম দু’দিনই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে দিন আরামবাগ এবং দ্বিতীয় দিন কৃষ্ণনগরে সভা তাঁর। এর পরে ৬ মার্চ বারাসতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

এক সপ্তাহে তিন বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাংলায়। ১ মার্চ তাঁর সভা হুগলির আরামবাগে। পরের দিনেই মোদী সভা করবেন নদিয়ার কৃষ্ণনগরে। এর পরে মহিলা সম্মেলন করতে মোদী ফের রাজ্যে আসবেন ৬ মার্চ। সভা হবে উত্তর ২৪ পরগনার বারাসতে। এমন খবরই গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন। কিন্তু পরে আনন্দবাজার অনলাইনেরই অন্য একটি খবরে লেখা হয়েছিল, মোদী ৬ তারিখের পরিবর্তে ৮ মার্চ আসবেন। সেটি ভুল খবর ছিল।

Advertisement

গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে প্রকাশিত ‘৬ নয়, ৮ মার্চ বারাসতে মোদী! ‘নারী দিবস’কেই বেছে নিলেন সন্দেশখালির ‘নির্যাতন’ নিয়ে প্রচারে’ শীর্ষক সংবাদটি লেখা হয়েছিল সম্পূর্ণ ভুল করে এবং অসাবধানতা বশত। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য অমনোযোগী হয়ে শোনার কারণেই ওই ত্রুটি। ওই খবরে শুভেন্দুর বয়ান হিসাবে লেখা হয়েছিল, ‘‘প্রধানমন্ত্রী বাংলায় তিনটি কর্মসূচি নিয়েছেন। ১ মার্চ আরামবাগে সভা করবেন তিনি। ২ তারিখে সভা হবে কৃষ্ণনগরে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ওই দিনই মহাশিবরাত্রি। তাই সে দিন প্রধানমন্ত্রী বারাসতে ‘নারী শক্তি বন্দনা কর্মসূচি’ পালন করবেন। সে দিন এক লক্ষ মহিলার উপস্থিতিতে সভা হবে।’’ আদতে শুভেন্দু বলেননি যে, ৮ মার্চ মোদীর সভা হবে। তিনি আন্তর্জাতিক নারীদিবস এবং শিবরাত্রির দিন হিসাবে ৮ তারিখের কথা উল্লেখ করেছিলেন।

প্রসঙ্গত, আগামী ৬ মার্চ মোদীর সভা হবে বারাসতের কাছারি ময়দানে। বিজেপির লক্ষ্য, কৃষ্ণনগর-সহ আশপাশের পাঁচটি লোকসভা এলাকার মহিলা কর্মীদের সভায় নিয়ে আসা। লোকসভা নির্বাচনের আগে মোদী সব রাজ্যেই মহিলা সম্মেলন করবেন বলে আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল। সেই মতোই বাংলায় হতে চলেছে বিজেপির ‘নারীশক্তি বন্দনা’ কর্মসূচি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement