Rally

নিয়োগের দাবিতে পথে চাকরি-প্রার্থীরা

উচ্চ প্রাথমিক, খাদ্য দফতর, গ্রন্থাগার, প্রাণিসম্পদ, নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষক-প্রার্থী, গ্রুপ-ডি, এসএসসি এবং পিএসসি-সহ বিভিন্ন অংশের চাকরি-প্রার্থীরা মিছিলে শামিল হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ০৫:১৪
Share:

রাজপথে চাকরি-প্রার্থীরা। কলকাতায়। নিজস্ব চিত্র।

রাজ্যের বিভিন্ন শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন চাকরি-প্রার্থীরা। নিয়োগের দাবিতে মঙ্গলবার মিছিল হল শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত। উচ্চ প্রাথমিক, খাদ্য দফতর, গ্রন্থাগার, প্রাণিসম্পদ, নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষক-প্রার্থী, গ্রুপ-ডি, এসএসসি এবং পিএসসি-সহ বিভিন্ন অংশের চাকরি-প্রার্থীরা মিছিলে শামিল হয়েছিলেন। রাজ্যে কর্মসংস্থানের হাল বোঝাতে কঙ্কালের মূর্তি, থালা হাতে রাজপথে হাঁটেন তাঁরা। চাকরি-প্রার্থীদের বিভিন্ন মঞ্চের আহ্বায়ক, সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষের দাবি, ‘‘রাজ্যে শিক্ষকের শূন্য পদ সাড়ে তিন লক্ষ। শিক্ষক বাদ দিলে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্য পদ চার লক্ষ ৬০ হাজার। সমস্ত শূন্য পদে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের দ্রুত স্থায়ী নিয়োগ করতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে দ্রুত।’’ দাবি পূরণ না হলে চাকরি-প্রার্থীরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও জানিয়েছেন ইন্দ্রজিৎ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement