TET

দ্রুত নিয়োগের দাবিতে মিছিল

শিয়ালদহ থেকে শুক্রবার ধর্মতলা পর্যন্ত মিছিলে ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ, কলতান দাশগুপ্ত, বিজয় ঘড়ুই, দীপক সিংহ, শিখা বসাকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ০৭:৪৪
Share:

দ্রুত নিয়োগের দাবিতে ঐক্য মঞ্চের ডাকে মিছিল। কলকাতা। —নিজস্ব চিত্র।

টেট হয়েছিল ২০২২ সালের ১১ ডিসেম্বর। ফল প্রকাশ হয়েছে এই বছরের ১০ ফেব্রুয়ারি। তার প্রেক্ষিতে দ্রুত নিয়োগের দাবিতে চাকরি-প্রার্থীদের মিছিল হল ঐক্য মঞ্চের ডাকে। শিয়ালদহ থেকে শুক্রবার ধর্মতলা পর্যন্ত মিছিলে ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ, কলতান দাশগুপ্ত, বিজয় ঘড়ুই, দীপক সিংহ, শিখা বসাকেরা। মিছিলের পরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের সঙ্গে দেখা করে দাবি জানিয়েছেন ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। তাঁদের দাবি, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার চেষ্টা হবে বলে আশ্বাস দিয়েছেন সভাপতি। প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাসও সভাপতি দিয়েছেন বলে মঞ্চের প্রতিনিধিদের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement