পুলিশের কাজে বাধা, জেল রাকেশের

রাকেশের বিরুদ্ধে বহু দিন ধরেই নানা ফৌজদারি মামলা আছে। সেই সব মামলা নিয়েই তিনি বিজেপিতে যোগ দেন এবং কেন্দ্রীয় নিরাপত্তা পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ০২:২৮
Share:

রাকেশ সিংহ

কিছু দিন আগেই কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়েছে তাঁকে। কংগ্রেস থেকে বিজেপিতে আসা সেই রাকেশ সিংহকে ২০১৫ সালের একটি ফৌজদারি মামলায় এক বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানার সাজা দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দীপাঞ্জন সেন। রাকেশের বিরুদ্ধে বহু দিন ধরেই নানা ফৌজদারি মামলা আছে। সেই সব মামলা নিয়েই তিনি বিজেপিতে যোগ দেন এবং কেন্দ্রীয় নিরাপত্তা পান। তাঁর বিরুদ্ধে একটি মামলার তদন্তকারী পুলিশ আধিকারিকের উপরে এ দিন ব্যাঙ্কশাল কোর্টে আদালত কক্ষে রাকেশ চড়াও হন বলে অভিযোগ। এফআইআর-এর নথি ছিনিয়ে নিতেই তাঁর ওই হামলা বলে পুলিশ সূত্রের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement