Rajiv Gandhi

আগাম ‘সদ্ভাবনা’

রাজ্য সরকারকে অনুরোধ করা সত্ত্বেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন ২০ অগস্টকে লকডাউন থেকে ছাড় না দেওয়ায় তাদের সমালোচনাও করেন যুব কংগ্রেস নেতৃত্ব।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০৩:৪৬
Share:

রাজীব গাঁধীর জন্মদিন পালন।

জন্মবার্ষিকীর দিন রাজ্য জুড়ে লকডাউন। তাই এক দিন আগেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিন পালন করল যুব কংগ্রেস। বিধান ভবনে বুধবার ‘সদ্ভাবনা দিবস’ উদযাপন করল তারা। ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’— এই কর্মসূচি নিয়ে ওই অনুষ্ঠানে বিতরণ করা হল গাছের চারা। তরুণ প্রজন্মের বিকাশের জন্য রাজীবের ভাবনা, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাঁর উৎসাহ এবং পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টার কথা বলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান। রাজীবের জন্যই দেশে প্রযুক্তি ও টেলিযোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি শুরু হয়েছিল, এই কথাও উঠে এসেছিল এ দিনের অনুষ্ঠানে। রাজ্য সরকারকে অনুরোধ করা সত্ত্বেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন ২০ অগস্টকে লকডাউন থেকে ছাড় না দেওয়ায় তাদের সমালোচনাও করেন যুব কংগ্রেস নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement