রাজীব কুমার।—ফাইল চিত্র।
আইএএস এবং আইপিএসের মধ্যে অদলবদল করে দিল নবান্ন। এ বারের সেই রদবদলে ছ’জনের তালিকায় সব থেকে বড় চমক এডিজি (সিআইডি) রাজীব কুমার। পুলিশের দায়িত্ব থেকে প্রশাসনিক পদে তুলে এনে আইপিএস রাজীবকে তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব করা হয়েছে। এত দিন বাড়তি দায়িত্ব হিসেবে ওই দফতর দেখতেন অতিরিক্ত মুখ্যসচিব, আইএএস দেবাশিস সেন। আইএএস মহলের খবর, সাধারণ ভাবে প্রধান সচিবের পদটি আইএএসের ‘ক্যাডার পোস্ট’। এক জন আইপিএস অফিসারকে সেই পদ দেওয়ায় আমলা মহলের অনেকেই বিস্মিত। একই ভাবে এক জন আইপিএস অফিসারের হাতে থাকা কারা দফতরের দায়িত্ব আইএএস অফিসার এ সুব্বাইয়াকে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়। দিল্লি থেকে ফেরা সুমন্ত চৌধুরী হলেন ডিজি (অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট বা এটিআই)।