weather

Weather: বাংলাদেশ উপকূলে নিম্নচাপ, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে রাজ্যে

ধবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৮:১৪
Share:

ফাইল ছবি

বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। বুধবার এটি আরও সুস্পষ্ট চেহারা নিয়ে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিনে তা এ রাজ্যের দক্ষিণবঙ্গের উপর দিয়ে আরও পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করল হাওয়া অফিস।

Advertisement

বুধবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে কারণে বুধ এবং বৃহস্পতিবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে। এ ছাড়াও ভারী বৃষ্টি হবে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে।

Advertisement

বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। হাওড়া এবং হুগলি-সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে। শুক্রবারও পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement