ফাইল চিত্র ।
বুধবার দুপুরে উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে বলেও জানাল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১২ জানুয়ারি বুধবার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হতে পারে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত ২-৩ ঘন্টা পর্যন্ত চলতে পারে বলেও আবহাওয়া দফতর সূত্রে খবর।
পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কিছু অংশেও ২ টো ৩৫ মিনিট থেকে শুরু করে প্রায় তিন ঘন্টা ধরে হালকা থেকে মাঝারি শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর ।
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রাও বেড়েছে। সেই সঙ্গে মঙ্গলবার বিকেল থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর আগেও জানিয়েছিল, বুধবারেও রাজ্যের বেশির ভাগ জেলায় বৃষ্টি হতে পারে।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১৭ ডিগ্রি। সকাল থেকেই মহানগরীর আকাশ রয়েছে মেঘলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও আগেই জানিয়েছিল হাওয়া অফিস।