বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। ছবি: পিটিআই।
গত ২৪ ঘণ্টা ধরে কখনও ঝমঝমিয়ে, কখনও ঝিরঝিরে বৃষ্টির জেরে দুর্ভোগে পড়েছে রাজ্যবাসী। আজ, শুক্রবারও একই রকম ভাবে সারদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণের জেলাগুলির তুলনায় পশ্চিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবারে বৃষ্টি অনেকটা কমবে। রবিবার কালীপুজোর দিন সরবে কালো মেঘ। ওই দিন রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে।
উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এবং দক্ষিণ ওড়িশা লাগোয়া এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। নিম্নচাপের জেরে এ রাজ্য প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। সে কারণেই এই বৃষ্টিপাত বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
কালীপুজোর আগে গত তিন দিন ধরে বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা গড়ার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কপালে চিন্তার ভাঁজ মৃৎ শিল্পীদের। বৃষ্টির কারণে মণ্ডপ তৈরির কাজও থমকে রয়েছে। আলোর উৎসবে বাজি বিক্রিতেও ভাটা। পাকা দোকান ছাড়া রাস্তার ধারে বাজির পসরা নিয়ে বসতে পারছেন না বিক্রেতারা। এক নাগাড়ে বৃষ্টির জেরে বাজি কিনতেও খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ীদের আশা, বৃষ্টি একটু ধরলে বিক্রি বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এ দিন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টি হবে। এ ছাড়া দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি ভালই হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।
আরও পড়ুন: ‘শব্দবাজি ফাটাবই, যার যা করার করে নিক!’
আরও পড়ুন: বাজি-বিধি ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবেই বললেন পুলিশ কমিশনার অনুজ শর্মা