বৃদ্ধি পেতে পারে অস্বস্তিকর গরম। — ফাইল চিত্র।
বৈশাখ মাস এখনও পড়েনি। চৈত্রের মধ্যভাগেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে গরম কমবে না বলেই জানিয়েছে তারা। উল্টে ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত গোটা রাজ্যে দিনের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই ঝড়ের গতি হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার থেকে বুধবার আবার দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং অসমে রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণে কোমরিন এলাকার উপরেও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের প্রায় সব জেলায়। বৃষ্টি হবে উত্তরেও। তবে বৃষ্টি হলেও স্বস্তি ফিরবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির ফলে দাবদাহ কিছুটা কমলেও তাপমাত্রা কমবে না। উল্টে বৃষ্টির কারণে বাতাসে বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের কোনও জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। রবিবার থেকে উত্তরের আট জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যা চলতে পারে আগামী বুধবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।