Sheet Mask Skin Care

ব্যস্ত জীবনে রূপচর্চার সময় নেই? পথ দেখালেন প্রিয়ঙ্কা চোপড়া, কী ভাবে যত্ন নেবেন ত্বকের?

পেশাগত জীবনের ব্যস্ততা, সংসার, সন্তান সামলে রূপের দিকেও খেয়াল রাখতে হয় সব সময়। যে ভাবে রূপচর্চা করেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, তেমন ভাবে কি ত্বকের যত্ন নিতে পারেন আপনিও?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৫:৩২
Share:
প্রিয়ঙ্কা চোপড়া।

প্রিয়ঙ্কা চোপড়া। —ছবি: সংগৃহীত।

হলিউডে তাঁর জনপ্রিয়তা কম নয়। বিদেশে ঘরকন্না করলেও ‘দেশি গার্ল’- এ দেশেও থাকেন অনুরাগীদের নজরে।

Advertisement

শুধু অভিনয় ক্ষমতায় নয়, রূপ-সৌন্দর্য, ব্যক্তিত্বের জন্যও দেশ-বিদেশে সমাদৃত প্রিয়ঙ্কা চোপড়া। ব্যস্ততম অভিনেত্রী এবং মডেল ঘরকন্নাও করেন। সামলাতে হয় সন্তানকেও। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু প্রিয়ঙ্কার রূপের জাদু কমে না। দিনভর ব্যস্ততার মধ্যে কী ভাবে রূপচর্চা করেন প্রিয়ঙ্কা তারই মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। অভিনেত্রীর সমাজমাধ্যমের স্টোরিতে দেখা গিয়েছিল তিনি মুখে শিট মাস্ক লাগিয়ে বিশ্রাম করছেন। শিট মাস্ক কী ভাবে তাঁর ত্বককে সুন্দর রেখেছে, সেই ছবিও পোস্ট করেছিলেন তিনি।

কেন কাজের এটি?

Advertisement

ত্বককে আর্দ্রতা জোগাতে, বলিরেখা দূর করতে সাহায্য করে শিট মাস্ক। কাজকর্মের ক্লান্তির ছাপও পড়ে মুখেচোখে। মাত্র ১০-১৫ মিনিটেই শিট মাস্ক সেই ক্লান্তি দূর করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হল রাতে ঘুমোতে যাওয়ার আগে, কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময়, ব্যক্তিগত গাড়িতে যাতায়াতের সময়েও এটি লাগিয়ে নিতে পারেন।

বাজারচলতি অনেক রকম শিট মাস্ক পাওয়া যায়। তবে ঘরোয়া উপাদান ব্যবহার করতে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন এটি।

এ জন্য প্রয়োজন শুকনো মাস্কের আদলে তৈরি শুকনো শিট । এগুলি অনলাইনে কিনতে পাওয়া যায়। ত্বকের উপযোগী তরল মাস্ক তৈরি করে শিটটি তাতে ভিজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শিট মাস্ক।

কী ভাবে বানাবেন?

শসা, অ্যালো ভেরা, ভিটামিন সি: এ জন্য মাস্ক তরল হওয়া জরুরি। শসা কুচিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন। তাতে মেশান ১ টেবিল চামচ অ্যালো ভেরা। ১টি ভিটামিন-ই ক্যাপসুল কাচি দিয়ে কেটে তরলটি এতে মিশিয়ে নিন।

চালের জল: আধ কাপ চাল ভাল করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন অন্তত ৬-৭ ঘণ্টা। জল ছেঁকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। মিশ্রণে শুকনো শিট ভিজিয়ে মুখে আটকে দিন।

গ্রিন টি: মুখে কি বলিরেখা পড়ছে? তা হলে বেছে নিন গ্রিন টি শিট মাস্ক। ঈষদুষ্ণ জলে একটি গ্রিন টি ব্যাগ চুবিয়ে নিন। সেটি ঠান্ডা হলে মিশিয়ে দিন কয়েক ফোঁটা মধু। এতে কাগজের বা সুতির শিট চুবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শিট মাস্ক।

তবে শিট মাস্ক সব সময় পরিষ্কার মুখে ব্যবহার করা দরকার। ফেসওয়াশ দিয়ে মুখে ধুয়ে বা মাইসেলার ওয়াটার দিয়ে মুখ পরিষ্কার করে তার পর এটি ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement