CBI Probe Against Police

নদিয়ায় পুলিশি হেফাজতে মৃত্যু: সিবিআই তদন্তের নির্দেশ! হাই কোর্ট তুলল আরজি কর প্রসঙ্গও

২০২৩ সালের ২৬ অগস্ট মুরুটিয়ায় শওকত মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নিজের বাড়ির পিছনেই তাঁর মৃতদেহ পাওয়া যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৫:২৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নদিয়ার মুরুটিয়া থানা এলাকায় পুলিশি হেফাজতে এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই নির্দেশ দিয়েছেন। শুনানিতে উঠেছে আরজি কর-কাণ্ডের প্রসঙ্গও।

Advertisement

কী সেই ঘটনা? ২০২৩ সালের ২৬ অগস্ট মুরুটিয়ায় শওকত মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নিজের বাড়ির পিছনেই তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর পরিবারের সদস্যেরা অভিযোগ করেন, পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ অভিযোগ না নিলে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। সেই ঘটনায় ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অথচ সেই নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ মৃতের ভাই মোহন মণ্ডল-সহ গোটা পরিবারকে অন্য এক খুনের মামলায় অভিযুক্ত করে! সেই প্রসঙ্গ তুলে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, এর আগেও এই মামলা সংক্রান্ত দ্বিতীয় খুনটির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সেই রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও। তাই এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল।

নির্দেশ দেওয়ার সময় বিচারপতি ঘোষ বলেন, আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গে আর্থিক দুর্নীতির অভিযোগের সম্পর্ক থাকার ইঙ্গিত মিলেছিল। সে কারণে এর আগে আরজি করে আর্থিক দুর্নীতির মামলাতেও হাই কোর্টই সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তাই এ বার শওকতের রহস্যমৃত্যুর মামলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিল আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement