ফাইল চিত্র।
সপ্তাহান্তের সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। দু’এক পশলা বৃষ্টিতে ভিজেছে শহরের বিভিন্ন এলাকা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ৭ অগস্ট, রবিবার উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে রাজ্যে বৃষ্টি বাড়বে। প্রসঙ্গত, এ বছর বর্ষার বৃষ্টির দাক্ষিণ্য সে ভাবে পায়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এখনও পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়নি।
আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতায় প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।