উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।
মেঘলা আকাশ, মাঝেমধ্যে ঝিরঝিরে দু’এক পশলা বৃষ্টি। এ ভাবেই রবিবারের সকাল শুরু হয়েছিল শহর কলকাতায়। বেলা গড়াতে বৃষ্টি বিরতি নিয়েছে। দেখা গিয়েছে রোদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি জারি থাকবে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
শনিবার কয়েক ঘণ্টার বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এর জেরে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হওয়ায় ঠান্ডা ভাব ছিল শহরে। যদিও কলকাতায় তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।