Kanchenjungha Express

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন থেকে আর আগরতলা নয়, যাবে আরও দূর, যাত্রাপথ জানাল রেল

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ২১:০১
Share:

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। — ফাইল চিত্র।

আগরতলা নয়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এ বার থেকে যাবে ত্রিপুরার সবরুম পর্যন্ত। ছাড়বেও সেখান থেকে। আগামী রবিবার থেকেই শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই বদল হবে।

Advertisement

পূর্ব রেল জানিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগে আগরতলা পর্যন্ত যেত। কিন্তু রবিবারের পর থেকে ট্রেনটির গন্তব্য হবে সবরুম। আগরতলা এবং সবরুমের মাঝে উদয়পুর স্টেশনে একটা স্টপেজও দেওয়া হবে।

শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার সময়ের কোনও পরিবর্তন হয়নি। প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পর দিন রাত ৮টায় সবরুম স্টেশনে পৌঁছবে। এই ট্রেনটি আগরতলা এবং উদয়পুরে পৌঁছবে যথাক্রমে বিকেল ৫টা ২৫ মিনিট এবং সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।

Advertisement

অন্য দিকে, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সবরুম থেকে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আগামী মঙ্গলবার থেকে সকাল ৬টা ২০ মিনিট নাগাদ সবরুম থেকে ছাড়ার কথা এই ট্রেনের। পরের দিন শিয়ালদহ পৌঁছবে সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর পৌঁছবে সকাল ৭টা ১২ মিনিট নাগাদ এবং আগরতলা পৌঁছবে সকাল ৮টায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement