Local Train

ট্রেনের কামরায় প্রচার রেলের, দূরত্ববিধি মানছেন যাত্রীরাও

লকডাউনের জড়তা কাটিয়ে অবশেষে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা।

দূরত্ববিধি মেনেই লোকাল ট্রেন। ছবি- সোমনাথ মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১২:৩৯
Share:
Advertisement

লকডাউনের জড়তা কাটিয়ে অবশেষে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। তা চালু হতেই অফিসকর্মী থেকে শহরতলির যাত্রীদের মধ্যে স্বস্তির আবহ। ট্রেন পরিষেবা চালু হলেও যাতে সংক্রমণের বাড়বাড়ন্ত না হয় সেদিকে নজর রেখেছে পুলিশ এবং রাজ্য প্রশাসন। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি ট্রেনের কামরাতেও সচেতনতামূলক প্রচারও চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।

লোকাল ট্রেনের চালকরা ফেস শিল্ড, মাস্ক পরে ট্রেন চালাচ্ছেন। যাত্রীদের একাংশের মধ্যেও সচেতন থাকার প্রবণতা দেখা যাচ্ছে। নৈহাটিগামী লোকালের এক যাত্রী জানালেন, দূরত্ব বিধি মেনেই যাতায়াত করছেন তাঁরা। ট্রেন চালু হওয়া যে স্বস্তি দিচ্ছে, সে কথাও জানাতে ভোলেননি তিনি। বলেছেন, ‘‘ট্রেন থাকা মানেই কাজের গতি বেড়ে যাওয়া।’’

Advertisement

ওই কামরাতে থাকা এক ছাত্রও ট্রেন চালু হওয়ায় নিজের খুশির কথা গোপন করেননি। তিনি বলেছেন , ‘‘আগে বাস অটো করে যেতে হত। অনেক টাকা খরচা হয়ে যেত।’’ ট্রেনের মধ্যে স্বাস্থ্যবিধির ব্যাপারে তাঁর মত, ‘‘এখন তো দেখলাম স্বাস্থ্যবিধি মেনেই সবাই চলছে। কিন্তু বেলাতে ভিড় বাড়লে তা কতটা বজায় থাকবে এটাই দেখার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement