Howrah Station

আয়ের পথ খুঁজতে জমি ব্যবহার রেলের

এর আগে রাজ্যে আরও ছ’টি স্টেশনের জমি বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির জন্য ৪৫ বছরের লিজে দিতে উদ্যোগী হয়েছে আরএলডিএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২০ ০২:৪১
Share:

ফাইল চিত্র।

সরকারি জমি লিজে দিয়ে আয়ের রাস্তা খুলতে রাজ্যের ছ’টি স্টেশনে আগেই তৎপরতা শুরু হয়েছে। এ বার হাওড়া স্টেশনের জমি লিজে দিয়ে আয়ের রাস্তা বের করতে মরিয়া রেল। হাওড়া স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে নুনগোলার জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য লিজ দেওয়ার পরিকল্পনা করেছে রেলওয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আরএলডিএ)। প্রায় ৮৯ হাজার বর্গমিটার জমিতে পর্যটন এবং বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করতে চায় রেল। এ জন্য ৩০ থেকে ৯৯ বছরের লিজে জমি দিতে চায় তারা। জমিটিতে এখন ব্রিটিশ আমলের ভগ্নপ্রায় নুনের গোলা এবং অব্যবহৃত আবাসন আছে। প্রকল্প রূপায়ণের জন্য পরামর্শদাতা ও বিপণন সংস্থার খোঁজ করছে রেল।

Advertisement

এর আগে রাজ্যে আরও ছ’টি স্টেশনের জমি বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির জন্য ৪৫ বছরের লিজে দিতে উদ্যোগী হয়েছে আরএলডিএ। ওই তালিকায় রয়েছে, সিউড়ি, বালুরঘাট, মালদহ টাউন, মাদারিহাট, দুর্গাপুর এবং কাঁচরাপাড়া। পাশাপাশি, সারা দেশে প্রায় ৭০টি শহরে রেলের জমি বিপণনে উদ্যোগী আরএলডিএ। ৫২টি স্টেশনে বহুমুখী কমপ্লেক্স তৈরির কাজও হাতে নিয়েছে তারা। সংস্থার ভাইস প্রেসিডেন্ট বেদপ্রকাশ দুদেজা বলেন, ‘‘উপযুক্ত সংস্থা খুঁজে বের করা এবং বরাত দেওয়ার প্রক্রিয়ার তদারকি করবে আমাদের সংস্থা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement