—প্রতীকী চিত্র।
দলের পদাধিকারী আর জনপ্রতিনিধিদের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে প্রশ্ন উঠল তৃণমূল কংগ্রেসের ডিজ়িটাল প্রচার বিভাগের কর্মিসভায়। নিউটাউনে আয়োজিত রবিবারের ওই সভায় মুখপাত্র হিসেবে বিভিন্ন মাধ্যমে দলের যাঁরা প্রতিনিধিত্ব করেন, তাঁদের উপস্থিতিতে এই প্রশ্ন তুলেছেন দলের এই অংশের কর্মীরা।
আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার পরে সমাজমাধ্যমে বিরোধী প্রচারে কার্যত কোণঠাসা অবস্থায় রয়েছে শাসক শিবির। এই অবস্থায় দলের সাধারণ কর্মীদের এই প্রশ্নের মুখে পড়েন কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্যের মতো নেতারা। দলের ওই কর্মীদের অভিযোগ, নেতাদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও সমাজমাধ্যমে প্রচার করেন না।