Ashok lahiri

বন্দিদের খাবার কী, প্রশ্ন তুললেন অশোক

ভাঙড়ের আইএসএফ নওসাদ সিদ্দিকী বন্দিদের খাবার ও চিকিৎসা জন্য সরকার কত টাকা বরাদ্দ করে তা নিয়ে প্রশ্ন তোলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৫৯
Share:

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। —ফাইল চিত্র।

বিধানসভার প্রশ্নোত্তর-পর্বে মঙ্গলবার বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী সংশোধনাগারের বন্দিদের পাতে কী দেওয়া হয়, সে বিষয়ে জানতে চাইলেন। পাশাপাশি, সংশোধনাগারে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কী বই দেওয়া হচ্ছে জানতে চাওয়া হলে উষ্মা প্রকাশ করতে দেখা যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement

বিজেপি বিধায়ক অশোক এ দিন প্রশ্ন করেন, “সংশোধনাগারে বন্দিদের জন্য কী খাবার বরাদ্দ?” উত্তরে বন্দিদের সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার দেওয়া হয়, তা জানান রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এখানেই না থেমে বিজেপি বিধায়ক জানান, স্বাধীনতা আন্দোলনের সময়ে জওহরলাল নেহরুরা যখন জেলে বন্দি থাকতেন, তখন তাঁদের পড়াশোনার জন্য বইপত্র দেওয়া হত। কারও নাম না করে কটাক্ষের সুরে তাঁর প্রশ্ন, “এখন তো প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের অনেক সতীর্থ বিধায়ক জেলে রয়েছেন। তাঁদের কোনও বইপত্র দেওয়া হচ্ছে কি?” যদিও, এই প্রশ্নটি মঞ্জুর করেননি স্পিকার। তিনি বলেন, “রাস্তার আড্ডায় যা বলা যায়, এখানে তা বলা যায় না। এটা ঠাট্টা-মশকরার জায়গা নয়!” তবে পরে বিধানসভার বাইরে কারামন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, প্রাক্তন শিক্ষামন্ত্রী যা বই চাইবেন, তা-ই দেওয়া হবে। পাশাপাশি, ভাঙড়ের আইএসএফ নওসাদ সিদ্দিকী বন্দিদের খাবার ও চিকিৎসা জন্য সরকার কত টাকা বরাদ্দ করে তা নিয়ে প্রশ্ন তোলেন। সে সঙ্গে, বন্দিদের খাবারের মান নিয়েও অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্সি সংশোধনাগারে বেশ কিছু দিন কাটাতে হয়েছিল নওসাদকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement