কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।
এ রাজ্যের পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নতুন নয়। এ বার তেমনই এক মামলায় পুলিশের ভূমিকা নিয়ে ভরা এজলাসেই উষ্মা প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হিঙ্গলগঞ্জ থানার একটি মামলায় বুধবার বিচারপতি ঘোষ মন্তব্য করেন, আইন না মেনে রাজনৈতিক পক্ষপাত করলে পুলিশ অফিসারদের তালিকা করে মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠাবেন তিনি। ওই অফিসারদের যাতে ভোটের ডিউটি না দেওয়া হয়, সেই নির্দেশও দেবেন। বিচারপতির মন্তব্য, “তখন কোনও রাজনৈতিক যোগাযোগ ওই অফিসার রক্ষা করতে পারবেন না।”
হিঙ্গলগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে স্থানীয় বিধায়কের পক্ষ নিয়ে হেনস্থা করার অভিযোগ তুলেছেন নীলকমল মণ্ডল নামে এক ব্যক্তি। তিনি একটি মামলা দায়ের করেছেন। এ দিন হিঙ্গলগঞ্জ থানার ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি ঘোষ।
এ দিন মামলাকারীর আইনজীবী পম্পা দে ধবল অভিযোগ করেন যে, তাঁর মক্কেলকে নিজের জমিতে চাষের কাজে বাধা দিচ্ছেন এলাকার বিধায়ক ও তাঁর দলবল। পুলিশের কাছে অভিযোগ করে লাভ হচ্ছে না। বরং অভিযুক্তদের পাল্টা অভিযোগের ভিত্তিতে নীলকমলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে হিঙ্গলগঞ্জ থানা।
এ দিন পুলিশের রিপোর্ট দেখেও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। রাজ্যের কৌঁসুলিকে তিনি প্রশ্ন করেন, কোনও ঘটনা না ঘটে থাকলে কেন দু’তরফেই মামলা রুজু করেছে উক্ত থানা! বিচারপতির পর্যবেক্ষণ, অভিযুক্তদের অভিযোগের ভিত্তিতে গুরুতর ধারায় এবং মামলাকারীর অভিযোগে লঘু ধারার এফআইআর রুজু করেছে থানা। পুলিশের এ হেন পক্ষপাতিত্ব মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন বিচারপতি। এই ঘটনায় ফের রিপোর্ট তলব করেছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ২৭ নভেম্বর।