—ফাইল চিত্র।
এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় যে কাজ হচ্ছে, তাতে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিধায়কদের নাম থাকছে না বলে অভিযোগ উঠল বিধানসভায়। বাম বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল সোমবার বিধানসভার অধিবেশনে এলাকা উন্নয়ন প্রকল্প নিয়ে প্রশ্ন করতে গিয়ে এই সমস্যার কথা তোলেন। পরিকল্পনা ও পরিষেবা দফতরের প্রতিমন্ত্রী তাপস রায় জানান, এলাকা উন্নয়ন প্রকল্পে বিধায়কদের নাম, কাজের তারিখ-সহ যাবতীয় তথ্য প্রকাশ্যে জানিয়ে দেওয়াই নিয়ম। প্রকল্পের কাজ হলে ফলকে ওই সব তথ্য উল্লেখ করা থাকে। যদি বিধায়কদের নাম সেখানে বাদ পড়ে, তা হলে লিখিত ভাবে তা প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী।
রফিকুলের পরে অতিরিক্ত প্রশ্ন তুলে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী দাবি করেন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হোক। পরিকল্পনা প্রতিমন্ত্রী তাপসবাবু জবাবে বলেন, এই দাবি বিবেচনার জন্য নির্দিষ্ট কমিটি আছে। বিষয়টি মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর ভাবনাতেও আছে।