এক দিকে নারদ নিউজের স্টিং অপারেশন নিয়ে মামলা চলছে। অন্য দিকে নারদ-প্রধান ম্যাথু স্যামুয়েলকে ডেকে পাঠাচ্ছে পুলিশ। এই দু’টো কী করে একসঙ্গে চলতে পারে, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গিরীশ গুপ্তের ডিভিশন বেঞ্চে সেই প্রশ্ন তুললেন ম্যাথুর আইনজীবী অরুণাভ ঘোষ।
অরুণাভবাবু জানান, কয়েক দিন নোটিস পাঠিয়ে ৩০ নভেম্বর ম্যাথুকে লালবাজারে হাজির হতে বলা হয়েছে। ‘‘আদালতে নারদ মামলা চলছে জেনেও তদন্তের জন্য পুলিশ কী ভাবে তাঁকে হাজির হতে বলে, প্রশ্ন তোলেন ওই আইনজীবী।
রাজ্যের জিপি (গভর্নমেন্ট প্লিডার) অভ্রতোষ মজুমদার আদালতে জানান, ম্যাথুর বিরুদ্ধে সমান্তরাল তদন্তের উপরে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল ঠিকই। তবে তার মেয়াদ ১১ নভেম্বর শেষ হয়ে গিয়েছে। তাই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। অরুণাভবাবু তখন ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য ডিভিশন বেঞ্চে আবেদন করেন। প্রধান বিচারপতি বলেন, ‘‘নারদ মামলার পরবর্তী শুনানি ৩০ নভেম্বর। সে-দিনই সব পক্ষের বক্তব্য শোনা হবে।’’