COVID-19

ফের দায়িত্ব নিয়েই করোনা মোকাবিলায় পথে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার

করোনা মোকাবিলায় পথে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৯:৩১
Share:

করোনা মোকাবিলায় পথে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার নিজস্ব চিত্র

দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই করোনা মোকাবিলায় পথে নামলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। ৫ মে পুরুলিয়ার জেলাশাসকের দায়িত্বে ফিরিয়ে আনা হয় তাঁকে। বৃহস্পতিবার বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। শুক্রবার সকালেই পুরুলিয়া পুরসভার আধিকারিক ও সদর থানার পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে পুরুলিয়া শহরের বড় হাট পরিদর্শন করেন জেলাশাসক। এ ছাড়া প্রশাসনের আধিকারিকদের কোভিড মোকাবিলায় কয়েকটি নির্দেশও দেন।

Advertisement

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী পুরুলিয়া শহরে। সংক্রমণ রুখতে হাটের ব্যবসায়ীদের দূরত্ব বজায় রেখে বসার নির্দেশ দেন জেলাশাসক। এর পরে তিনি কোভিড হাসপাতাল পরিদর্শন করেন। এর আগেও একাধিক পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে করোনার প্রথম ঢেউ মোকাবিলা করেছিলেন তিনি। এবারেও সেই পথেই হাঁটতে শুরু করলেন।

রাহুল মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে কোভিড মোকাবিলায় আমরা পুলিশ ও প্রশাসন নামলাম, যাতে বাজার ও ঘিঞ্জি এলাকায় বিধি মেনে চলা হয়। কী ভাবে মাস্ক পরা নিয়ে সচেতনতা বাড়ানো যায় সে বিষয়েও ভাবনা-চিন্তা করা হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement