সংস্কৃতি যেখানে যেমন..

পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে সম্প্রতি হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আয়োজক, শ্রী কালচারাল সোসাইটি। দিনভর হওয়া ওই অনুষ্ঠানে সেতার শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেছেন সপ্তর্ষি হাজরা।

Advertisement
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০০:৪৪
Share:

শাস্ত্রীয় সঙ্গীত

Advertisement

পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরে সেতার বাদন।—নিজস্ব চিত্র।

পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে সম্প্রতি হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আয়োজক, শ্রী কালচারাল সোসাইটি। দিনভর হওয়া ওই অনুষ্ঠানে সেতার শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেছেন সপ্তর্ষি হাজরা। বাঁশিতে ছিলেন অংশুমান চক্রবর্তী। তবলা বাজিয়েছেন বিশ্বরূপ চট্টোপাধ্যায়। বেহালায় ছিলেন স্বরূপ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, সংস্থার এটি দ্বিতীয় অনুষ্ঠান।

Advertisement

বার্ষিক উত্‌সব

বড়জোড়ার ডেভিড হেয়ার স্কুলের ২৫ তম বার্ষিক উত্‌সব হয়ে গেল মঙ্গলবার, বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রামুহরিপুর রামকৃষ্ণ মিশনের স্বামী আরাধ্যানন্দ। অনুষ্ঠানে সমবেত কবিতাপাঠ, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে শতাধিক ছাত্রছাত্রী। স্কুলের অধ্যক্ষ সুব্রত দাস জানান, এই অনুষ্ঠানে সারা বছর স্কুলের বিভিন্ন ক্লাসের সেরা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে।

বইমেলা

বইমেলা উপলক্ষে সাত দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে পুরুলিয়ায়। ২৯ তম পুরুলিয়া জেলা গ্রন্থমেলা বুধবার থেকে ভিক্টোরিয়া স্কুলের মাঠে শুরু হয়েছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিদিনই মেলার মূল মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে পুরুলিয়া শহরের প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রের পড়ুয়ারা অনু্ষ্ঠান করেন।

আদিবাসী নৃত্য

বুধবার জেলা পুলিশের উদ্যোগে বাঁকুড়া পুলিশ লাইনে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। জেলার জঙ্গলমহলের পাঁচটি থানা থেকে ৫০টি আদিবাসী নৃতদল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার।

রাজস্থানী গান-নৃত্য

পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় হয়েছে রাজস্থানী ঘরানার সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। উদ্যোক্তা মাহেশ্বরী মহিলা সমিতি। দুই দিন ধরে রাজস্থানী নাচ ও গান পরিবেশন করেছেন ওই সমিতির সদস্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement