সংবর্ধনা

জেলার পরিচিত গণসঙ্গীত শিল্পী-দম্পতি তপন মুখোপাধ্যায় এবং বাণী মুখোপাধ্যায় তাঁদের বাবা-মায়ের স্মৃতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন। বুধবার সন্ধায় সাঁইথিয়া ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত অধ্যাপক তপনবাবু নিজের বাসভবনে প্রয়াত বাবা তারাপ্রসন্ন মুখোপাধ্যায় এবং মা স্নেহলতাদেবীর স্মৃতিতে এলাকার সাত কৃতী পড়ুয়ার হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০১:০২
Share:

জেলার পরিচিত গণসঙ্গীত শিল্পী-দম্পতি তপন মুখোপাধ্যায় এবং বাণী মুখোপাধ্যায় তাঁদের বাবা-মায়ের স্মৃতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন। বুধবার সন্ধায় সাঁইথিয়া ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত অধ্যাপক তপনবাবু নিজের বাসভবনে প্রয়াত বাবা তারাপ্রসন্ন মুখোপাধ্যায় এবং মা স্নেহলতাদেবীর স্মৃতিতে এলাকার সাত কৃতী পড়ুয়ার হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন। বৃহস্পতিবার সকালে একই ভাবে সাঁইথিয়ার দহিড়া গ্রামে বাণীদেবী তাঁর বাবা সুশীল বন্দ্যোপাধ্যায় এবং মা ছবিরানিদেবীর স্মৃতিতে গ্রামের চার কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেন। শিল্পী দম্পতি বলেন, ‘‘মফস্সল ও গ্রামের ছেলেমেয়েদের উৎসাহ দিতেই এই চেষ্টা।’’ কৃতী পড়ুয়ারা জানায়, এ ভাবে সমাজের সমস্ত মানুষ যদি তাদের পাশে দাঁড়ান, তা হলে আরও ভাল ফলের ব্যাপারে প্রেরণা মেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement