Border-Gavaskar Trophy 2024-25

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে কাদের সামলাতে হবে রোহিতদের? ১৩ জনের দল ঘোষণা কামিন্সদের

পার্‌থে লজ্জার হারের পর অ্যাডিলেডের অস্ট্রেলিয়া দল নিয়ে জল্পনা ছিল। কোচ ম্যাকডোনাল্ডের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ১৩ জনের দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২১:৫১
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে। পার্‌থে ২৯৫ রানের হেরে যাওয়ার পর অ্যাডিলেডের অস্ট্রেলিয়া দল নিয়ে জল্পনা ছিল ক্রিকেট মহলে। সেই জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

Advertisement

কামিন্সের দলে কোনও পরিবর্তন করা হয়নি। প্রথম টেস্টের জন্য নির্বাচিত ১৩ জনকেই রাখা হয়েছে দ্বিতীয় টেস্টের দলেও। একটি ম্যাচের ব্যর্থতা দিয়ে বিচার করতে চাননি অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। অ্যাডিলেডের দিন-রাতের টেস্টের জন্য পার্‌থের ১৩ জনের উপরই আস্থা রেখেছেন তাঁরা। ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘আমরা দীর্ঘ আলোচনা করেছি। ক্রিকেটারেরা একটা পদ্ধতির মধ্যে রয়েছে। আমরা চেয়েছি, সেটা ওরা চালিয়ে যাক। এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতে পারে। তবে আমাদের দলে ঠিক সেই ক্রিকেটারেরাই রয়েছে, যাদের দরকার।’’

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি এবং মিচেল স্টার্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement