বন্ধুকে খুনের দায়ে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল বোলপুরের আদালত। বোলপুর অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায় চৌধুরী বৃহস্পতিবার আসরুল শেখ ওরফে আসিককে দোষী সাব্যস্ত করেছিলেন। সোমবার দোষীকে এই সাজা শুনিয়েছেন।
সরকারী পক্ষের আইনজীবী উদয়কুমার গড়াই বলেন, “বোলপুরের দর্জিপট্টির বাসিন্দা সঞ্জয় শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের দায়ে লাগোয়া মিশন কম্পাউন্ডের বাসিন্দা নিহত যুবকের বন্ধু আসরুল শেখ ওরফে আসিককে অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায় চৌধুরী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আর দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। ওই যুবককে বৃহস্পতিবার বিচারক দোষী সাব্যস্ত করেছিলেন। সোমবার তাঁর সাজা ঘোষণা করেছেন।”
সোমবার বিচারকের এজলাসে উপস্থিত করানো হয়েছিল দোষী যুবক আসরুল ওরফে আসিককে। এই খুনের ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে এবং সে নির্দোষ বলে বিচারককে এ দিনও জানায় আসিক। এর পরই বিচারক সাজা ঘোষণা করেন। ধারালো অস্ত্র দিয়ে খুনের অপরাধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২৪র বিধান মোতাবেক দোষীকে বিচারক দু’ বছর সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
বিচারক তাঁর রায় দিতে গিয়ে জানিয়েছেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কোনও মতেই যেন ৩০ বছরের কম না হয়। নিহতের স্ত্রী সাবিনা বিবি বিভিন্ন সরকারী সুবিধা সুযোগ যাতে পায় তার কথাও উল্লেখ করেছেন। মামলায় নিহত সঞ্জয় শেখের বাবা কালো শেখ, স্ত্রী, মা, তদন্তকারী অফিসার এবং ময়না তদন্তকারী চিকিৎসক সহ মোট ২২ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। খুনে ব্যবহৃত ছুরি, নিহতের রক্তমাখা জামা কাপড় এবং ঘটনা স্থলের রক্তমাখা মাটি উদ্ধার করেছিল পুলিশ।