পুঞ্চায় ‘সঙ্গ ও কৃষ্টি’ সংস্থার উদ্যোগে ছ’দিনের একটি যোগ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। পুঞ্চার লৌলাড়া রাধাচরণ একাডেমির জিমন্যাসিয়াম হলে ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ শিবির চলবে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, শিবিরে ১৮ বছর ও তার বেশি বয়সের ব্যক্তিদের প্রাণায়াম, আসন ও ব্যায়াম শেখানো হচ্ছে। এর পরের শিবিরে ছোটদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। যোগ প্রশিক্ষক উজ্বল মাহাতো জানিয়েছেন, কর্মব্যস্ত জীবনে চাপ কমাতে আসন-প্রাণায়াম খুব ভাল কাজ দেয়। ইতিমধ্যে পুঞ্চা ও হুড়া থানা এলাকা থেকে ৫০ জন শিক্ষার্থী শিবিরে যোগ দিয়েছেন। প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা অবধি শিবিরে প্রশিক্ষণ চলছে।