নাচতে দিল্লি

দিল্লিতে একটি অনুষ্ঠানে ছৌ নাচ প্রদর্শনের জন্য রওনা দিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের ছৌ শিল্পীরা। শুক্রবার রঘুনাথপুর ২ ব্লকের সগড়কার মানভূম লোক সংস্কৃতি কেন্দ্রের ১০ সদস্য তথা ছৌ শিল্পী দিল্লি রওনা দিয়েছেন। ওই কেন্দ্রের কর্মকর্তা সুভাষ রায় জানান, আগামী রবিবার দিল্লিতে যন্তরমন্তরের সামনে চাষ-আবাদ নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কৃষকদের এক সম্মেলন হচ্ছে। সেখানে ছৌশিল্পীরা মহিষাসুরমর্দিনী পালা পরিবেশন করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথপুর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০১:৩৩
Share:

দিল্লিতে একটি অনুষ্ঠানে ছৌ নাচ প্রদর্শনের জন্য রওনা দিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের ছৌ শিল্পীরা। শুক্রবার রঘুনাথপুর ২ ব্লকের সগড়কার মানভূম লোক সংস্কৃতি কেন্দ্রের ১০ সদস্য তথা ছৌ শিল্পী দিল্লি রওনা দিয়েছেন। ওই কেন্দ্রের কর্মকর্তা সুভাষ রায় জানান, আগামী রবিবার দিল্লিতে যন্তরমন্তরের সামনে চাষ-আবাদ নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কৃষকদের এক সম্মেলন হচ্ছে। সেখানে ছৌশিল্পীরা মহিষাসুরমর্দিনী পালা পরিবেশন করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement