অভিযোগ পেয়ে এক ব্যবসায়ীর দোকান ফিরিয়ে দিতে অবশেষে মাঠে নামল বোলপুরের ব্যবসায়ী সমিতি। তবে বেআইনি ভাবে দোকানের জায়গা থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে বলে ওই দোকানের মালিকের বিরুদ্ধে এই মর্মে গত শুক্রবার বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এক ব্যবসায়ী।
পুলিশ ও ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, ১৯৭২ সাল থেকে শান্তিনিকেতন রোড়ের ওপর লক্ষ্মীনারায়ণ মন্দিরের কাছে সর্বোদয় আশ্রম নামে একটি দোকান দিয়েছেন সুনন্দা সিংহের। সুনন্দা দেবীর অভিযোগ, “বেশ কয়েকদিন ধরে ওই জায়গার মালিক অভিজিৎ চৌধুরী অস্বাভাবিক ভাড়া বাড়ানোর কথা বলছিলেন। এমনকী ২ লক্ষ টাকার বিনিময়ে ওই দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আমি না থাকায়, বেআইনি ভাবে আমার দোকানের মালপত্র সরিয়ে নিয়ে নিজে একটি তালা দিয়েছেন। বিষয়টি স্থানীয় পুলিশ এবং ব্যবসায়ী সমিতিকে জানিয়েছিলাম। এ দিন ব্যবসায়ী সমিতির সহায়তায় ওই দোকানের দখল পেয়েছি।” তাঁর আরও অভিযোগ, “বেআইনি ভাবে অভিজিৎবাবু আমার এলাকাভুক্ত দোকানের জায়গার মাঝে ভাগ করে দেওয়াল দিয়েছেন।”
এ দিন বোলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনিল সিংহও বলেন, “ওই ব্যবসাদার অসুস্থতার কারণে কিছু দিন অনুপস্থিত ছিলেন। সেই সুযোগে ওই দোকানবাড়ির মালিক বেআইনি ভাবে দোকনে তালা দিয়ে ব্যবসাদারকে উচ্ছেদ করার চেষ্টা করেছেন। এ দিন ওই দোকানবাড়ির মালিকের উপস্থিতিতে ওই ব্যবসায়ীকে দোকান দখল দেওয়া হয়েছে।” দোকানবাড়ির মালিক অভিজিৎবাবু তালা খুলে দিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। তার পর থেকে তাঁর আর যোগাযোগ করা যাইনি।