তারাপীঠে ধৃত ভুয়ো আধিকারিক

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের যুগ্মসচিব পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরভূম পুলিশ। ধৃতের নাম অলোককুমার দাস। কলকাতার সল্টলেক সেক্টর-থ্রি এলাকায় তাঁর বাড়ি। রবিবার তাঁকে রামপুরহাট আদালতে হাজির করানো হলে ৯ দিনের পুলিশ হেফাজত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০০
Share:

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের যুগ্মসচিব পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরভূম পুলিশ। ধৃতের নাম অলোককুমার দাস। কলকাতার সল্টলেক সেক্টর-থ্রি এলাকায় তাঁর বাড়ি। রবিবার তাঁকে রামপুরহাট আদালতে হাজির করানো হলে ৯ দিনের পুলিশ হেফাজত হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজেকে কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয় দিয়ে বীরভূম জেলা প্রশাসনের কাছে ফ্যাক্স করেন। সঙ্গে সরকারি কিছু কাগজপত্রও ফ্যাক্স করেছিলেন তিনি। তাতে উল্লেখ ছিল, স্ত্রী ও তাঁর পরিচারিকাকে নিয়ে তারাপীঠে পুজো দিতে আসছেন তিনি। ফ্যাক্স পেয়ে বীরভূম জেলা প্রশাসন তারাপীঠে একটি বিলাসবহুল লজে তিনটে ঘরের ব্যবস্থা করেন। ইলামবাজার থেকে পুলিশ পাইলট গাড়িরও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ফ্যাক্সে পাঠানো কাগজ দেখে সন্দেহ হয় জেলাশাসক পি মোহন গাঁধীর। তিনি ওই ব্যক্তির সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য রামপুরহাট মহকুমাশাসক উমাশঙ্কর এস’কে নির্দেশ দেন। পুলিশ জানায়, দু’দিন আগে জেলাশাসকের নির্দেশে পেয়ে তদন্ত শুরু করা হয়। তখন জানা যায় ওই ব্যক্তি কোনও সরকারি আধিকারিক নন।

মহকুমাশাসক জানান, শনিবার দুপুরে পুজো দিয়ে লজে ফেরেন ওই ব্যক্তি। বিকেলে সব খোঁজ নিয়ে লজে যায় পুলিশ। কিন্তু সঠিক পরিচয় এবং তাঁর কাজের ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে পারেননি তিনি। যে পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধে নিতে চেয়েছিলেন, তার কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। এর পরে ধৃত ওই ব্যক্তি নিজেকে কেন্দ্রের শিল্প মন্ত্রকের উপদেষ্টা বলে দাবি করেন। তবে তার কোনও প্রমাণ দেখাতে পারেননি। মহকুমাশাসক বলেন, “ওই ব্যক্তিকে পাঁচ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল উপযুক্ত প্রমাণ দেখানোর জন্য। কিন্তু উনি দেখাতে না পারায় জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। পরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement