টাকা দ্বিগুণের লোভ, এজেন্ট গ্রেফতার

টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে এলাকার এক ব্যক্তির কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে একটি বেসরকারি লগ্নি সংস্থার এক এজেন্টকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রদীপ গড়াই। প্রায় চল্লিশ বছর বয়সি প্রদীপের বাড়ি হিড়বাঁধ থানার ভুয়াকানা গ্রামে। শুক্রবার দুপুরে বাড়ি থেকে তাঁকে ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হিড়বাঁধ শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০০:৪৬
Share:

টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে এলাকার এক ব্যক্তির কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে একটি বেসরকারি লগ্নি সংস্থার এক এজেন্টকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রদীপ গড়াই। প্রায় চল্লিশ বছর বয়সি প্রদীপের বাড়ি হিড়বাঁধ থানার ভুয়াকানা গ্রামে। শুক্রবার দুপুরে বাড়ি থেকে তাঁকে ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এক বেসরকারি অর্থলগ্নি সংস্থায় কম সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে হিড়বাঁধের দু’সতিনা গ্রামের বাসিন্দা প্রদীপ লায়েকের কাছ থেকে দেড় লক্ষ টাকা ওই এজেন্ট নিয়েছিলেন বলে অভিযোগ। প্রদীপবাবুর অভিযোগ, “ওই সংস্থায় টাকা জমা রাখলে তিন বছরের মধ্যে দ্বিগুণ করে দেবে বলে আমাকে প্রলোভন দেখানো হয়। ২০১০ সালের ডিসেম্বর মাসে প্রদীপ গরাই আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেও টাকা ফেরৎ দেয়নি। তাই শেষে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হই।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ওই অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন। সম্প্রতি অভিযুক্ত বাড়ি ফিরেছেন বলে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে ধরেছে। চেষ্টা করেও ধৃত বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ বাঁকুড়ার বহু প্রত্যন্ত এলাকাতেও মানুষজন বেসরকারি অর্থলগ্নি সংস্থার উপর ভরসা করেছিলেন। সারদার মতো বহু সংস্থার এজেন্টরা গ্রামে গ্রামে তৈরি হয়। তাঁরা এলাকার বাসিন্দাদের কষ্টের টাকা সংস্থাগুলিতে জমা দেন। সারদা-কাণ্ডের জেরে জানা যায়, ওই সব সংস্থার জাল দরিদ্রদের মধ্যেও কত দূর বিস্তৃত হয়েছিল। অনেকে প্রতারিত হয়ে বিভিন্ন সময়ে এজেন্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাচ্ছেন। সারদার এজেন্ট-সহ অন্য সংস্থারও কয়েকজন এজেন্ট ইতিমধ্যে বাঁকুড়ার জঙ্গলমহল থেকে ধরা পড়েছেন। স্থানীয় সূত্রে খবর, সারদা নিয়ে হইচই হওয়ার পরে ওই সব এলাকায় বেসরকারি অর্থলগ্নি সংস্থার রমরমা বাঁকুড়ার জঙ্গলমহলে এখন অনেকটাই কমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement