টাকা তছরুপ, সাজা হল ডাককর্মীর

বছর সাতেক আগে দায়ের হওয়া গ্রাহকের টাকা তছরুপ সংক্রান্ত মামলায় এক ডাকবিভাগের কর্মীকে তিন বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ শোনাল সিউড়ি আদালত। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা। বৃহস্পতিবার এই আদেশ দেন জেলা জজ গৌতম সেনগুপ্ত। সাজাপ্রাপ্তের নাম মনোজ খাড়োয়ার। সেই সময় সিউড়ির পানুরিয়া সাব পোস্ট অফিসের দায়িত্বে ছিলেন মনোজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০২:৩১
Share:

বছর সাতেক আগে দায়ের হওয়া গ্রাহকের টাকা তছরুপ সংক্রান্ত মামলায় এক ডাকবিভাগের কর্মীকে তিন বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ শোনাল সিউড়ি আদালত। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা। বৃহস্পতিবার এই আদেশ দেন জেলা জজ গৌতম সেনগুপ্ত। সাজাপ্রাপ্তের নাম মনোজ খাড়োয়ার। সেই সময় সিউড়ির পানুরিয়া সাব পোস্ট অফিসের দায়িত্বে ছিলেন মনোজ। সরকারি আইনজীবী রণজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গত ২০০৬ ও ২০০৭ পনুরিয়ার হরিশঙ্কর পাল ও শেফালি ঘোষ নামে পানুরিয়ার দুই বাসিন্দার অভিযোগ ছিল ওই সাব ডাকঘরে তাঁদের ১৪ হাজার টাকা তছরুপ হয়েছে। বিভাগীয় তদন্তের পর দায়িত্ব থাকা ডাক কর্মী মনোজবাবুর বিরুদ্ধে সদাইপুর থানায় অভিযোগ দায়ের করেন তপন কুমার চক্রবর্তী নামে সিউড়ি মূল পোস্ট অফিসের এক আধিকারিক। সেই মামলায় আদালত এই রায় দিয়েছে। তবে বৃহস্পতিবার থেকেই আদেশ কার্যকর হচ্ছে না। অভিযুক্তের আইনজীবী বিচারকের কাছে উচ্চ আদালতে যাওয়ার আবেদন জানানোয়, মনোজবাবুর ১ মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement